বাংলাদেশ-ভারত ৭ সমঝোতায়

ইবাংলা প্রতিবেদন

বাংলাদেশ ও ভারত সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি গেলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

Islami Bank

দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ সাতটি স্মারক স্বাক্ষর হয়।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

সমঝোতা স্মারক গুলো হলো-

কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের

one pherma

সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক।

আরও পড়ুন…চট্টগ্রামে গলা কেটে হত্যা

এর আগে সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

পরে যৌথ বিবৃতি দেন তারা।এর আগে প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর সোমবার দিল্লি পৌঁছান। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সফর শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ইবাংলা/তরা/৭ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us