অভিনয়ের প্রতি আমার মনোযোগ বেশি গ্ল্যামারের চেয়ে

ডেস্ক রিপোর্ট

চলতি সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। এরইমধ্যে নিজের অভিনয় গুণে একটি অবস্থান তৈরি করেছেন শোবিজে। নাটকের পাশাপাশি তিনি ব্যস্ত সময় পার করছেন ওটিটির কাজ নিয়ে। করছেন চলচ্চিত্রও।

Islami Bank

এদিকে সম্প্রতি তার অভিনীত ‘টেক্কা’ শিরোনামের ওযেব সিরিজ প্রকাশ হয়েছে বায়োস্কপে। মেহেদী হাসান টিংকু পরিচালিত এ সিরিজে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শবনম ফারিয়া প্রমুখ। কেমন সাড়া মিলছে এ সিরিজ থেকে? শ্যামল মাওলা বলেন, দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এটি আসলে অন্যরকম একটি গল্প।খুব প্রশংসা করছেন সবাই। এ সিরিজের বাইরে শ্যামল মাওলা জি-ফাইভের ‘হেরে যাওয়ার গল্প’ শিরোনামের ওয়েব সিরিজেও কাজ করেছেন। আজই এটি উন্মুক্ত হওয়ার কথা জি-ফাইভে। এর বাইরে শ্যামল ‘এ এমন পরিচয়’ ধারাবাহিক-এ কাজ করছেন। প্রতিটি শিল্পীরই স্বপ্নের জায়গা রূপালী পর্দায় নিজের অভিনয় প্রতিভাকে মেলে ধরার? আপনার চলচ্চিত্র নিয়ে কি পরিকল্পনা? উত্তরে এ অভিনেতা বলেন, আমিও এর বাইরে নই।

one pherma

আমার তো বড় পর্দায় ডেব্যু হয়েই গেছে। আর দর্শকরাও আমার অভিনয়কে সাদরে গ্রহণ করেছেন। রূপালী পর্দায় নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নাকি একজন ভালো অভিনেতা হিসেবে? শ্যামল মাওলার উত্তর- অবশ্যই চলচ্চিত্রে নায়ক নায়িকার গুরুত্ব অপরিসীম। কিন্তু আমি নিজেকে ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। গ্ল্যামারের চেয়ে অভিনয়ের প্রতি আমার মনোযোগ বেশি। সেটা আমার সাম্প্রতিক কাজগুলো দেখলেই বোঝ যাবে। সত্যি বলতে প্রয়াত হুমায়ুন ফরিদী, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন-এসব শ্রদ্ধেয় শিল্পীদের অভিনয় অনুসরণ করেই এগিয়ে যেতে চাই।

এখন কাজের ক্ষেত্রে কি রকম গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছেন? উত্তরে তিনি বলেন,প্রতিদিনই নতুন নতুন অভিনয়ের প্রস্তাব পাই। ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ রয়েছে এমন প্রস্তাবে রাজি হই। গতানুগতিক চরিত্রে কাজ করতে চাই না। সে কারণে ফিরিয়ে দেই সেসব প্রস্তাব। অভিনেতা হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ খুঁজি আমি। সুযোগ পেলেই তা কাজে লাগানোর শতভাগ চেষ্টা আমার থাকে।

Contact Us