ঢাকায় না পেরে ইয়াঙ্গুন-সিলেটে অবতরণ

ডেস্ক রিপোর্ট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কয়েকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুনে এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। এ ছাড়া তিনটি এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

আরও পড়ুন…বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৮৮৩ ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে নামে বলে জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র। এটি সকালে গুয়াঞ্জু থেকে রওনা হয়ে বিকেলে ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে মিয়ানমারে যায়।

সূত্র আরও জানায়, এ ছাড়া টরন্টো ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করে।তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু পাইলটের সিদ্ধান্তে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ারের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এরমধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন…৬ ঘণ্টা ধরে হালনাগাদ তথ্য দিতে পারছে না আবহাওয়া অফিস

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সার্কুলারে তথ্য জানায়। এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় অঞ্চলের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে

ইবাংলা/জেএন/২৪ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us