তথ্য অধিকার সচেতনতায় ইবিতে র‍্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘তথ্য অধিকার-সুশাসনের অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে শেষ হয়। র‍্যালি শেষে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Islami Bank

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন…সড়কের পাশের গাছ কাটে সাবাড় করছেন সাবেক ইউপি সদস্য সুভাষ

one pherma

পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর রহমান। এছাড়াও শিক্ষক, কর্মকর্তারা র‍্যালীতে অংশগ্রহন করেন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের প্রধান উপাদান হচ্ছে তথ্যকে খুলে দেওয়া। তথ্য প্রবাহ যাতে কোন জায়গায় বাধা না পায়। যেকোন জায়গা থেকেই যেন খুব সহজেই প্রান্তিক এলাকা থেকেও খুব সহজেই তথ্য পেতে পারে। আমি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর উদ্যোগে তা অনেকাংশেই সফল হয়েছে।

ইবাংলা/জেএন/১২নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us