ক্যাকটাসের যত্নে কিছু টিপস

জেসমিন নাহার মধুপুর

ক্যাকটাস একটি জনপ্রিয় ইনডোর প্লান্ট। শহরে এই প্লান্টের কদর বাড়তে শুরু করেছে। মরুভূমির পরিবেশে টিকে থাকতে পারে তাই এমন গাছে অতিরিক্ত পানি দিতে হয় না। দিলে গাছ মরে যেতে পারে। তাই ক্যাকটাসের যত্নে কিছু টিপস অনুসরণ করতে পারেন।

আরও পড়ুন…সন্তানের বুদ্ধি হবে ক্ষুরধার ,কৌশলে খেলার ছলেই বাড়বে বুদ্ধি

ক্যাকটাস পানি জমিয়ে রাখে এবং অনেক সময় দেখা যায় উপরের অংশের মাটি শুকনো হলেও নিচের অংশের মাটি ভেজা থেকে যায়। এমন অবস্থায় ক্যাকটাসে পানি দিলে গাছের শিকড় পঁচে যেতে পারে। গ্রীষ্ম ও বসন্তকালে মাটি বেশি শুকিয়ে থাকে। এমন সময়ে ১০ থেকে ১৪ দিন পরপর পানি দেওয়া যেতে পারে।

শরতের দিকে ৪ থেকে ৬ সপ্তাহ পরপর পানি দেওয়া যেতে পারে।পানি দেওয়ার আগে মাটির পানি শুকিয়েছে কিনা পরীক্ষা করতে আঙ্গুল ব্যবহার করতে পারেন। এমন স্থানে এসব গাছ রাখুন সেখানে সরাসরি রোদ পড়ে। আঠালো মাটিতে ক্যাকটাস রাখা যাবে না।

ইবাংলা/জেএন/১৪ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us