পাবিপ্রবি’তে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর আনন্দ মিছিল

পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর সদস্যরা।আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২- এ আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর সদস্যরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

Islami Bank

আরও পড়ুন…শহুরে মেয়ের গ্রামে গিয়ে কমলা চাষ!

মঙ্গলবার ( ২২ নভেম্বর ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর শিক্ষার্থীরা একত্রিত হয়ে, বিভিন্ন স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস অঙ্গন। পরে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

one pherma

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান ও সমাপনী বক্তব্য প্রদান করেন, আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর নব নির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমান মাখন।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বেশ কিছু দলের পতাকা।

ইবাংলা/জেএন/২২ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us