হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রিন্টু মুন্সী, নড়াইল :

 নড়াইলের শোলপুর গ্রামে স্বাগতম বৈরাগীর (২৮) হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন হয়েছে। সোমবার (৫ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামের বিধানের মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত স্বাগতম বৈরাগীর ভাই ও হত্যা মামলার বাদি নরোত্তম বৈরাগী, মা চিত্রা বৈরাগী, স্ত্রী মনিষা বৈরাগী, স্থানীয় ইউপি সদস্য শেখর বিশ্বাস, অচিন্ত টিকাদার প্রমুখ।

Islami Bank

বক্তারা বক্তব্যে ও বিক্ষোভ মিছিল হতে শোলপুর গ্রামের কিশোর গ্যাং লিডার পিন্টু বিশ্বাসের ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন শুক্রবার (২ ডিসেম্বর) রাতে শোলপুর দক্ষিণপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আগে সময় কাটানোর জন্য স্বাগতম বৈরাগী বন্ধুদের নিয়ে তাস খেলছিল।

আরও পড়ুন…জেলা ছাত্রদলের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আটক

একই গ্রামের মাদকাসক্ত বখাটে পিন্টু বিশ্বাস (২৭) তার উচ্ছৃংখল সহযোগিদের নিয়ে সেখানে গিয়ে স্বাগতম বৈরাগীর উপর কোর কারণ ছাড়াই চড়াও হয়। এরপর বাকবিতন্ডা শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগেই উপস্থিত সকলের সামনে স্বাগতম বৈরাগীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বীরদর্পে এলাকা ত্যাগ করে এলাকার চিহিৃত সন্ত্রাসী পিন্টু বিশ্বাস।

one pherma

স্থানীয়রা গুরতর আহত স্বাগতমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বক্তারা বলেন সন্ত্রাসী পিন্টু বিশ্বাস খুলনায় লেখাপড়া করে। এলাকায় আসলেই এলাকা অশান্ত করে তোলে। খুব অল্প বয়সে সে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।

ভয়ে এলাকার কেউ তার বিরূদ্ধে মুখ খুলতে চায় না। হত্যাকান্ডের পর পিন্টু বিশ্বাসকে খুনি আখ্যায়িত করে ফাঁসির রশির মধ্যে তার ছবি দিয়ে ব্যানার ও ফেস্টুন করে এলাকাবাসি তার ও তার সহযোগিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এ দিকে স্বাগতম বৈরাগীর অপর জমজ ভাই নরোত্তম বৈরাগী এ ঘটনায় একই গ্রামের পিন্টু বিশ্বাস সহ ৬জনের নামে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ৩জনকে গ্রেফতার করেছেন। প্রধান আসামী পিন্টু বিশ্বাস সহ অপর আসামীরা পলাতক রয়েছেন।

ইবাংলা/জেএন/৬ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us