রাশিয়ার সাইবেরিয়ান শহর কেমেরোভোতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার জরুরি পরিষেবার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ১১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সংখ্যাটি বেড়ে অন্তত ২২ হয়েছে এবং নিহত সবাই বয়স্ক।
আরও পড়ুন…সকল ষড়যন্ত্র ও বাঁধাকে জয় করে এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
স্থানীয় ফায়ার সেফটি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে প্রায় ২৮টি গাড়ি এবং ৮০টি দমকলকর্মী পাঠানো হয়েছিলো। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।প্রাথমিক তদন্তে জানা যায়, উষ্ণায়নকারী বয়লারের ত্রুটির কারণে আগুন লেগেছিল।
পুলিশ জানিয়েছে, ভবনের পুরো দ্বিতীয় তলা পুড়ে গেছে। এই মুহূর্তে, কর্তৃপক্ষ ধারণা করছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত-পাত হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে।
এর আগে ২০১৮ সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় ৩৭ শিশুসহ ৬০ জনের প্রাণহানি ঘটে।
ইবাংলা/জেএন/২৪ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.