মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে হাজী বিরিয়ানিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে ও বোরহানি রাখায় হাজী বিরিয়ানি হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার (১৩ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে একই দিন দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

Islami Bank

আরও পড়ুন…প্রধানমন্ত্রী বলেছেন, স্বল্পোন্নত দেশগুলো করুণা চায় না

one pherma

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে চৌমুহনী বাজারের হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশসহ ৫-৬ দিন মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে বিক্রির জন্য রাখা এবং ১১০ লিটার বাসি বোরহানি ধ্বংস করা হয়। এ সময় তাদের ৩০ হাজার টাকা অর্থদন্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

ইবাংলা/এইচআর/১৩ মার্চ-২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us