জায়ান মালিকের সঙ্গে প্রেম করছেন সেলেনা!

বিনোদন ডেস্কঃ

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে সেলেনা গোমেজ এবং জায়ান মালিককে নিয়ে। জনপ্রিয় মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পরই সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ান গায়ক। দুজনে সম্পর্কে জড়িয়েছেন, ডেটিং করছেন, এমনটা শোনা যাচ্ছে। এবার এনওয়াইসিতে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে এই দুজনকে। শুধু তাই নয়, একে অপরের ঠোঁটে ঠোঁট করে চুমু খেতেও দেখা গিয়েছে দুই তারকাকে, তারপরেই জল্পনা শুরু।

Islami Bank

আরও পড়ুন… বিয়েটা বলেই করব! দিল্লিতে ফিরে পরিণীতি চোপড়া

one pherma

এবার আসল সত্যিটা সামনে আনলেন জেইনের বোন। ভাইয়ের লাভ লাইফের পর্দা ফাঁস করলেন সাফা আজাদ মালিক। না সরাসরি মুখ খোলেননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা রটেছে তার কিছু তো ঘটেছে। সম্প্রতি ভাইয়ের সঙ্গে সেলেনার এই প্রেমের জল্পনার মাঝে তিনি হবু ভাবীর একটি ছবি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেলেনা গোমজের একটি বিকিনি পরা ছবি শেয়ার করেছেন সাফা। তারপরেই নেটবাসীদের অনুমান জল্পনাই সত্যিই জেইনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সেলেনা।

ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us