সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদকঃ

শেষ হলো সব জল্পনা-কল্পনা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গত কয়েকদিন ধরে এই টেস্টে ছুটি নিয়ে তাদের আইপিএল খেলা ছিল আলোচনায়। কিন্তু সেটা আর হয়নি।

Islami Bank

আইপিএলে সাকিবদের এনওসি ইস্যুতে টালমাতাল ছিল সবকিছু। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে বিসিবি। কেননা আইরিশদের বিপক্ষে এই টেস্ট দলে রয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।

আরও পড়ুন… আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

one pherma

দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে নেই জাকির হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল থেকে।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

ইবাংলা/এইচআর/১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us