ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। মার্চ মাসের সেরার লড়াইয়ে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন সাকিব। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আরও পড়ুন… আনুশকা-বিরাটের মেয়েকে ধর্ষণের হুমকি, মুক্তি পেলো অভিযুক্ত
মার্চ মাসটা সাকিবের জন্য বেশ ভালোই কেটেছে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট বলে সমান তালে পারফর্মও করেছেন।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। মার্চ মাসে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে সাকিব করেছেন ২৫১ রান; ব্যাটিং গড় ৩১.৩৮। বল হাতেও প্রতিপক্ষের সাতটি উইকেট নিয়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। ৩৪ গড়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১০২ রান। অপরাজিত ছিলেন তিনবার। এই ছয়টি ম্যাচেও সাকিবের ঝুলিতে ঢুকেছিল ৮ উইকেট। মার্চ মাসে সাদা বলের দুই ফরম্যাটেই ত্রিশের উপর গড়ে রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মার্চে ব্যাট হাতে সাকিব করেছেন ৩৫৩ ও বল হাতে নিয়েছিলেন ১৫ উইকেট।
আরও পড়ুন… দলে ছিলেন মোস্তাফিজ, শেষ বলের নাটকীয়তায় হারলো দিল্লি
দ্বিতীয়বারের মতো মাস সেরা হওয়ার প্রতিক্রিয়ায় সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।
মার্চ মাস জুড়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। তবে সেরার কাতারে রাখছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে। দলগত নৈপুণ্যে এমন সাফল্য এসেছে বলে মনে করেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।
ইবাংলা/এইচআর/১২ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.