আসন্ন ঈদ নির্বিঘ্ন করা সবার জন্য চ্যালেঞ্জ মন্তব্য করে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় যদি কোনো সংকট হয় সেটি রাস্তার জন্য নয়, সড়কে শৃঙ্খলার জন্য হবে। তিনি বলেন, দেশে এখন রাস্তার কোনো সংকট নেই। সমতল থেকে সীমান্ত আর পাহাড় পর্যন্ত রাস্তার বিস্তৃতি ছড়িয়ে গেছে। এর আগে দেশে কখনও এমন বিস্তৃতি হয়নি।
আরও পড়ুন… তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েক দিন
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপক্ষে ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার স্টিল আর্ট সেতু নির্মাণের পরামর্শ সেবা প্রতিষ্ঠান নিয়োগ অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আগামী নভেম্বরে বিআরটিসির বাস বহরে একশ ইলেকট্রনিক এসি ডাবল ডেকার বাস যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে ৮০টি রাজধানীতে, বাকি ২০টি চট্টগ্রামে নামানো হবে।
আরও পড়ুন… দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা সহনীয় করা এখন সবার জন্য চ্যালেঞ্জ। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ, মেঘনা, গোমতি নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে। ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ, এটি হয়ে যায় রাস্তার জন্য। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক, এখানে আমাদের দেশে কখনো এত বিস্তৃত হয়নি।
ওবায়দুল কাদের বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে সারা দেশে ১০০ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এর আগেও প্রধানমন্ত্রী একশো সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন… কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ
সড়কমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণ কাজ প্রসঙ্গে আমি সচিবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারবো।
ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.