ঐতিহাসিক ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’-র কেন্দ্র ও ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের অন্যতম সামরিক ঘাঁটি আগরতলায় এবার শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি বসানো হবে। এমনই জানিয়েছেন স্থানীয় পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বাংলাদেশের ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল যুক্ত পাকিস্তান আমলে সে দেশের সরকারের বিরুদ্ধে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’য় (১৯৬৮) জড়িয়ে যাওয়া।
আরও পড়ুন… জেলেনস্কির সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপ
দীপক মজুমদার আরও বলেন, রাজ্য সরকার ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকা তুলে ধরার চেষ্টা করছে। আগরতলা শহরে একটি পৃথক শহীদ বেদি নির্মাণের আলোচনা হয়েছে বলেও জানান দীপক।
তিনি বলেন, আমরা এমন একটি প্রজন্মের অন্তর্গত যারা যুদ্ধ প্রত্যক্ষ করেছি। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেরই ধারণা নেই তখন কী হয়েছিল এবং কীভাবে ত্রিপুরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ইতিহাস এই প্রজন্মের কাছে প্রদর্শন করা উচিৎ। আমরা যখন বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করব, তখন আজকের তরুণরা এই মূর্তির পেছনের ইতিহাস জানতে আগ্রহী হবে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ গঠনকে আরও গুরুত্বের সঙ্গে অধ্যয়ন করা হবে।
আরও পড়ুন… ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে লরি ও প্রাইভেটকার
তিনি আরও বলেন, বাংলাদেশ এবং ত্রিপুরা দুইটি রাজনৈতিক সত্তা হতে পারে, যেখানে সংজ্ঞায়িত ভৌগলিক সীমানা রয়েছে কিন্তু এই দুই জায়গার মানুষের মধ্যে আলাদা সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক এবং ভাষাগত মিল উভয় অঞ্চলকে এক অবিচ্ছেদ্য বন্ধনে একত্রিত করে।
ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.