সদরপুরে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত জেলা পরিষদের সদস্য

সজল হাওলাদার (নিজস্ব প্রতিনিধি):

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী গ্রামের আব্দুল হালিম ফকিরের পুত্র ফরিদপুর জেলা পরিষদ সদস্য এবং স্থানীয় পিয়াজখালীর ফকির ভাটার মালিক এখলাস আলী ফকির (৪৫) কে  গত মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একদল দূর্বৃত্ত।

আরও পড়ুন… ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে লরি ও প্রাইভেটকার

জানা গেছে, এখলাস আলী ফকির একই গ্রামের সাবেক ইউপি সদস্য লতিফ মাতুব্বরের ছেলে ও বাবলু মাতুব্বরের মেয়ের বিয়ের দাওয়াত খেতে যায়। এসময় ৯ থেকে ১০ জনের একটি দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ও তার ব্যবহৃত প্রাইভেট কার ভেঙ্গে গুড়িয়ে ফেলে।

আশংকাজনক অবস্থায় সদরপুর সরকারী হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তীতে এ ঘটনা নিয়ে যাতে কোন বড় ধরণের সংঘর্ষ না বাঁধে সে জন্য পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেন।

আরও পড়ুন… মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

তিনি আরও জানান কৃষ্ণপুর ইউনিয়নের দু’টি পক্ষ। একটি পক্ষ বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের, অপরপক্ষ সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের। গত ইউপি নির্বাচন থেকেই এই দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us