চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে সোনার বারসহ যুবক আটক

চুয়াডাঙ্গায় সোনার বারসহ সেলিম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

Islami Bank

বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার বাজারপাড়া ও পাথিলা ঈদগা এলাকা থেকে সোনার বারগুলোসহ তাকে আটক করা হয়।

আটকের নাম সেলিম হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফরের ছেলে।

আরও পড়ুন:মুন্সিগঞ্জে মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস

one pherma

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এক যুবক। পরে সে মোটরসাইকেল তল্লাশি করে স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট থেকে ১২টি সোনার বার ও গহনা উদ্ধার করে।

একইদিন উপজেলার পাথিলা গ্রামের ঈদগা পাড়ার অভিযান চালায় পুলিশ। এসময় দুজন মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল তাদের ধাওয়া দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সেলিম হোসেন। তার দেহ তল্লাশি করে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us