ওয়াগনার বাহিনীর অস্তিত্ব নেই: পুতিন

গত মাসে ওয়াগনার বাহিনীর বিদ্রোহ এবং নানা ঘটনার পর বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওয়াগনার বাহিনীর কোনো অস্তিত্ব নেই।

বৃহস্পতিবার রাতে কোমানারস্যান্ট নামে এক সংবাদপত্রকে পুতিন বলেন, দেশে বেসরকারি সামরিক সংস্থার কোনো আইন নেই। স্পষ্টতই ওয়াগনার গ্রুপের কোনো অস্তিত্ব নেই।

বিদ্রোহের ছয় দিন পর ২৯ জুন পুতিনের সঙ্গে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ মোট ৩৫ জন কমান্ডার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের ঘটনা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন>> সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: রিজভী

পুতিন সেদিন বলেছিলেন, তারা এক জায়গায় হয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তাদের জন্য কোনোকিছুই পরিবর্তন হবে না। একই ব্যক্তি তাদের নেতৃত্ব দেবেন।

যখন পুতিন এসব কথা বলছিলেন, তখন অনেকেই মাথা নাড়ছিলেন। কিন্তু ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন এই ধারণাটি প্রত্যাখ্যান করেন এবং জবাবে বলেন, সৈন্যরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবে না।

পুতিন বলেন, এটি ছিল বেশ কয়েকটি কর্মসংস্থানের একটি বিকল্প, যা বৈঠকে উত্থাপন করা হয়েছিল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us