জাতিসংঘের নেতৃত্বে আবারও গুতেরেস

ই বাংলা আন্তর্জাতিক

আগামী পাঁচ বছর আবারো জাতিসংঘের নেতৃত্ব দেবেন অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন তিনি। তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি।

Islami Bank

১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার গুতেরেসকে ফের পাঁচ বছরের জন্য নিয়োগ দেয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসকে পুনর্নিয়োগ দিতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ।

one pherma

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর শপথ নিয়ে গুতেরেস বলেছেন, ছোট-বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ, সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। একইসঙ্গে আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব।

২০১৭ সালের জানুয়ারিতে বান কি-মুনের পর জাতিসংঘের নেতৃত্বে আসেন গুতেরেস ৭২ বছর বয়সী। অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ছিলেন।

ই বাংলা/ আই/ ১৮ জুন, ২০২১

Contact Us