নারীর মাথার চুল কেটে বিবস্ত্র, আটক ১

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারের খালপাড়ায় নুর বাণু (২০) নামের এক নারীকে মাথার চুল কেটে দিয়ে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার আলম (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Islami Bank

পুলিশ জানায়, শনিবার রাতে আলমসহ আরও ৮ জন নারী-পুরুষ মিলে তাকে আলমের বাসায় ডেকে নেয়। এরপরে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এক পর্যায়ে কিশোরীর মাথার সব চুল কেটে দেন তারা। নুর বানু কান্না করে ছেড়ে দেওয়ার আকুতি জানালেও শোনেনি কেউ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসার পর রোববার খালপাড়ার নিজবাসা থেকে আলমকে আটক করা হয়ে বলে জানায় সদর থানা পুলিশ।

আলমের মেয়ের সঙ্গে নুর বানুর অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে তাকে বাড়িতে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করা হয় বলে দাবি এলাকার লোকজনের। নুর বানুর প্রতিবেশী সালাম জানান, মেয়েটির বাবা নেই। মা মেয়ে কাজ করে খায়। অদ্ভুত একটা দায় চাপিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।

one pherma

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছে। এই বিষয়ে নুর বানু ৮ জনকে আসামী করে সদর থানায় এটি মামলা দায়ের করেছে। একজন আটক হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

 ইবাংলা/ নাঈম/০৭ নভেম্বর, ২০২১

Contact Us