ময়মনসিংহের ট্রাক উল্টে সড়কে নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।

Islami Bank

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন >>  জাবিতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

one pherma

জানা গেছে, রাতে ভালুকার জামিয়া ইসলামিয়া মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক বহনকারী ট্রাকটি সিডস্টোর ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই একটি পিকআপকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা সবাই আহত হন।

আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত ২৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us