সরকারের কোনো জবাবদিহিতা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার অন্যায্যভাবে ডিজেল কেরসিনের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। মান্না বলেন, সরকারের কোনো জবাবদিহিতা নেই, তাই জনগণের কথা না ভেবে যা ইচ্ছা তাই করছে।

ক্ষমতাসীনরা সিন্ডিকেট করে কোনো যুক্তি ছাড়াই দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের এই আহ্বায়ক। এসময় মানুষকে এক হয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি।

ইবাংলা/টিআর/৯ নভেম্বর/২০২১

Contact Us