রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় ২ মামলা; তদন্তে কোর কমিটি

আলমগীর মানিক,রাঙামাটি

খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার অভিযোগে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষে হতাহত, অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় কোর কমিটির মাধ্যমে তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান।

Islami Bank

এই কোর কমিটি ক্ষতিগ্রস্থ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্থ প্রতিজন ব্যক্তির সাথে সরাসরি কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়টি পূঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

one pherma

অপরদিকে রাঙামাটিতে সংগঠিত সাম্প্রদায়িক ঘটনায় এখন পর্যন্ত দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এই দুইটি মামলার আলোকেই রাঙামাটিতে সংগঠিত সংঘর্ষের ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, যারাই আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকেই ভূমিকা রাখার আহবানও জানিয়েছেন পুলিশ সুপার।

ইবাংলা/ আইএইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us