দেশ টিভির ‘প্রিয়জনের গানে’ বর্ণা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেশের তরুণ উদীয়মান কণ্ঠশিল্পী বর্ণা ইয়াসমীন। তার অসাধারণ গায়কীতে মুগ্ধ করেছেন অসংখ্য সংগীতপ্রেমীকে।  তরুণ এই শিল্পী এবার বেসরকারি টেলিভিশন দেশ টিভিতে গাইবেন।  শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল তিনটায় দেশ টিভির নিয়মিত সংগীতানুষ্ঠান ‘প্রিয়জনের গান’ শিরোনামের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

Islami Bank

শিল্পী বর্ণা ইয়াসমীন সংগীতের সবগুলো শাখায় পারদর্শী।  তার রক্তে মিশে আছে গান।  মাত্র আড়াই বছর বয়সেই মায়ের কাছে গানের চর্চা শুরু করে।  শৈশবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ক্ল্যাসিক্যালে চার বছরের কোর্স সম্পন্ন করেন।

আরও পড়ুন: একঝাঁক তারকা পার্লারে

one pherma

কৈশোরে ভারতের বিখ্যাত সংগীত গুরু অনিতা মোদকের কাছে তিন বছর সংগীতের তালিম নেন।  এরপর ছায়ানটে লোকসংগীতের ওপর এক বছর এবং নজরুল ও ক্ল্যাসিক্যালের ওপর ছয় বছরের কোর্স সম্পন্ন করেন।

শিল্পী বর্ণা ইয়াসমীন ইতিমধ্যে মঞ্চে তিন শতাধিক গান গেয়ে নিজের অবস্থান শক্ত করেছেন।  এছাড়া বিভিন্ন চ্যানেলে সংগীতানুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করছেন।  বেশ কয়েক বছর ধরে ‘নাটুকে থিয়েটারে’ নিয়মিত কাজ করছেন।  তার স্বামী আল নোমান দেশের একজন প্রতিষ্ঠিত ও মেধাবী মঞ্চ অভিনেতা।

ইবাংলা/ নাঈম/এএমখান/সিএনই/ ১৪ নভেম্বর, ২০২১

Contact Us