একঝাঁক তারকা পার্লারে

বিনোদন ডেস্ক

বিউটি পার্লারে তারকারা রূপচর্চার জন্য যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু যখন একসঙ্গে অনেক তারকা পার্লারে জমায়েত হন তার পেছনে কারণ কি? হ্যা কারণটাই বলছি, রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের পিয়া’স বিউটি পার্লারের কথা। সেখানে একসঙ্গে হাজির হন মেহের আফরোজ শাওন, নিপূণ, অপু বিশ্বাস, সোহানা সাবা, রুনা খানসহ অনেকে।

Islami Bank

শনিবার (১৩ নভেম্বর) ছিল পিয়া’স বিউটি এসেনশিয়ালস-এর ধানমন্ডি ব্রাঞ্চের উদ্বোধন। এই অনুষ্ঠানে অংশ নিতেই তারকাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। অতিথিরা কেক কেটে সেন্টার উদ্বোধন করেন।

আরও পড়ুন: প্রথমবার টাইমস স্কয়ারে শাকিব

one pherma

কর্ণধার পিয়া জামান বলেন, ‘আমরা এক ছাদের নিচে সব ধরনের বিউটি কেয়ারের বেস্ট সার্ভিস দিচ্ছি। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে বনানীর পর ধানমন্ডিতে নতুন শাখা খোলা হয়েছে, আশা করছি পিয়া’স বিউটি এসেনশিয়ালস থেকে গ্রাহক এখন আরো বেশি মানসম্মত সার্ভিস পাবেন।’

ইবাংলা/ নাঈম/ ১৪ নভেম্বর, ২০২১

Contact Us