প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে আজ বুধবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিকেল ৪টার এ সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি  অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিত সাংবাদিকেরা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলরুমে উপস্থিত থাকবেন।

Islami Bank

মঙ্গলবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সাংবাদিক সম্মেলন শুরু হবে।

one pherma

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দফতরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

ইবাংলা/এএমখান/১৭ নভেম্বর, ২০২১

Contact Us