বায়ু দূষণ চরমে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

দীপাবলির পর থেকেই বিষাক্ত ধোঁয়ায় দিল্লিতে বায়ু দূষণ চরমে পৌছেছে। বায়ুদূষণের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিল্লি ও এর লাগোয়া শহরগুলোর স্কুল কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানালো ভারতের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)।স্থানীয় সময় মঙ্গলবার ( ১৬ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়।

Islami Bank

করোনায় লকডাউনে যেভাবে অনলাইনে ক্লাস হতো সেভাবেই নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া আগামী ২১শে নভেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের ৫০ শতাংশ কর্মীকে ঘরে বসে কাজের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও একই নির্দেশনা পালনে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

এই সময় সকল প্রকার নির্মাণকাজও বন্ধ রাখতে বলা হয়েছে। তবে রেলস্টেশন, বাস টার্মিনাল ও বিমানবন্দরে নির্মাণকাজ এই নির্দেশনার বাইরে থাকবে। রাজধানীতে ট্রাক প্রবেশেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে।

one pherma

সিএকিউএম-এর এই নির্দেশনা এলো যখন দিল্লি রাজ্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে বায়ুদূষণে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে।

ইবাংলা/টিপি/১৭ নভেম্বর২০২১

Contact Us