দুর্বৃত্তদের গুলিতে ৬ শ্রমিক আহত

কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর পদ্মায় বালু কাটতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে বালু কাটার ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের কে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আবু তালেব নামের এক শ্রমিক কিছুটা আশঙ্কাজনক।

Islami Bank

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাজবাড়ী থেকে বালু কাটতে গেলে পাবনার নাজিরগঞ্জের কতিপয় দুর্বৃত্তরা গুলিবর্ষণসহ শ্রমিকদের পিটিয়ে আহত করে ড্রেজার মেশিন ও বাল্কহেডটি নিয়ে চলে যায়।
আহতরা হলো বরিশালের সেন্টু মোল্লার ছেলে আবু তালেব মোল্লা(৩৫), চাঁদপুরের সিদ্দিক হোসেনের ছেলে মমিন হোসেন (৪২), ময়মনসিংহের সামছু শেখের ছেলে হাবিব শেখ (৩৪), চাঁদপুরের আলী আহমেদের ছেলে আলী আকবর (৩০) এবং ভোলার খোরশেদ আলমের ছেলে মোশারফ শেখ (৩৪)।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎশক সাইফুর রহমান বলেন, একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, ২৪ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এছাড়া বাকি আহতদের সবারই শরীরেই বেশ আঘাতের চিহ্ন রয়েছে। কারো পায়ের হাড় ভেঙ্গেছে। কারো বুকের পাজোড়। আমরা তাদের সকলকেই চিকিৎসা দিচ্ছি।

আহত শ্রমিক শ্রমিক মাসুদ রানা বলেন, আমরা সকালে বালি কাটতে গেলে হঠাৎ করেই কিছু লোক আমাদের ওপর গুলি করে এবং আমাদের লোকদের বেধড়ক পেটাতে থাকে। তাদের সেখান থেকে উদ্ধার করে আমরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এসেছি।

one pherma

আরেক শ্রমিক আব্দুল হানান বলেন, আমরা প্রতিদিনের মতন কাজ করতে গেলে ৫ টি ট্রলারে এসে কিছু লোক আমাদের বাল্কহেডে গুলি করে। এতে আমাদের একজনের শরীরে ৫টি গুলি লাগে এরপর আমাদের ড্রেজার মেশিনের লোকদের মারধর করে আমাদের ড্রেজার মেশি ও বাল্কহেডটি নিয়ে চলে যায়।
ইজারাদারের ম্যানেজার দাউদ শেখ দাবি করে বলেন, তারা মোটা অঙ্কের চাদা দাবি করায় সেটা না দেওয়ার ফলে আমাদের শ্রমিকদের ওপর গুলি করেছে। আমাদের বাল্কহেড ও ড্রেজার নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ওসি মো: শাহাদত হোসেন বলেন, যেহেতু এটি রাজবাড়ীর সীমানার বাইরের ঘটনা সেহেতু এখানে আমাদের আইনী কোন পদক্ষেপ নেবার সুযোগ নেই। আমি খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছি। যদি পাবনা জেলা পুলিশ থেকে কোন ধরনের আইনী সহায়াতা চাওয়া হয়, আমাদের পক্ষ থেকে সকল ধরনের আইনী সহায়তা দেওয়া হবে।

ইবাংলা /টিআর /২২ নভেম্বর ২০২১

Contact Us