মাথার খুলিবিহীন শিশুর জন্ম
ইবাংলা ডেস্ক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অপারেশন ছাড়াই শিশুটির জন্ম হয় পশ্চিম খামার দশলিয়া গ্রামে। খোতেজা বেগম শনিবার (২০ নভেম্বর) দুপুরে তার বাবা খলিল মিয়ার বাড়িতে স্বাভাবিকভাবে কন্যা শিশুটির জন্ম দেন। জন্ম নেয়া শিশুটি তার প্রথম সন্তান।
জন্ম নেয়া শিশুটির মাথার খুলি, মগজ ও চোখ নেই। শিশুটির মুখ, হাত, পা ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ অস্বাভাবিক। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ হলেও মা সুস্থ আছেন।
শিশুটির মা খোতেজা বেগম জানান, গর্ভের এই সন্তান নিয়ে অনেক আশা ছিল। কিন্তু আল্লাহ এমন সন্তান দিবেন তা কখনো ভাবতে পারিনি। শিশুটিকে বাঁচাতে কিভাবে চিকিৎসা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। দরিদ্র স্বামী ও বাবার পরিবারে শিশুটির চিকিৎসার মতো আর্থিক অবস্থা নেই।
শিশুটির বাবা সুমন মিয়া বলেন, বিয়ের পর এটিই তাদের প্রথম সন্তান। গর্ভের ৭ মাসে আলট্রাসোনো করলে মাথা ও মুখসহ বিভিন্ন সমস্যার কথা জানায় চিকিৎসক। সিজারিয়ান অপারেশনের কথা থাকলেও বাড়িতে স্বাভাবিক সন্তানের জন্ম দেয় স্ত্রী খোতেজা বেগম। শিশুটিকে বাঁচাতে চাইলেও তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এমন অবস্থায় শিশুটিকে বাঁচাতে সরকারি এবং ব্যক্তিগত সহযোগিতার প্রত্যাশা করছেন।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডল জানান, এটি মূলত জিন ও হরমোন সমস্যার কারণে হয়ে থাকে। সদ্য জন্ম নেয়া শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন। দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করলে হয়তো শিশুটি বেঁচে থাকবে।
ইবাংলা / এইচ / ২২ নভেম্বর, ২০২১