ঢাকার সব ওয়ার্ডে টিকাদান শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কোভিড-১৯ প্রতিরোধকারী টিকাদান কর্মসূচি। পূর্বেই টিকার জন্য নিবন্ধনকৃতদের পাশাপাশি যারা নিবন্ধন করেননি তারাও বিশেষ এই কর্মসূচি থেকে করোনার টিকা নিতে পারবেন।
প্রতিটি ওয়ার্ডের টিকাদান কেন্দ্রেই থাকবে টিকা নিবন্ধনের ব্যবস্থা । টিকা গ্রহনকে আরো সহজ করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র দেখিয়েও টিকা নেওয়া যাবে। ওয়ার্ড-ভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে দেওয়া হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ ছাড়া টিকার প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকেই নেওয়া যাবে দ্বিতীয় ডোজ।
আরো পড়ুন: টিকার আওতায় দেশের ৯ কোটি নাগরিক
সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ডিএসসিসি, ৭৫টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ডিএনসিসি, ৫৪টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চলবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, সোমবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে দুই ডোজ সম্পন্ন করেছেন ৩ কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। অপরদিকে, সোমবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ কোটি ৮৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১