তৃণমূলের তিন মুসলিম নেতাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে পরপর তিনদিন তৃণমূল কংগ্রেসের তিন মুসলিম নেতাকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা । সবশেষ সোমবার (২২ নভেম্বর) রাতে হত্যা করা হয় হাওড়া সদরের তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানকে। এর আগে ক্যানিং, রাজগঞ্জের দুই তৃণমূল নেতাকে হত্যা করা হয়েছে। প্রতিদিনই প্রায় একই সময়ে এসব হত্যাকাণ্ড ঘটেছে।

Islami Bank

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ির সামনে বসে ছিলেন হাওড়া সদরের তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল। সে সময় তাকে খুব কাছ থেকে পর পর বেশ কয়েকটি গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

ছবি: ওয়াজুল খান
one pherma

এর আগে গত রোববার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেলের বলরাম অঞ্চলের বুথ সভাপতি মুহাম্মদ সোলেমান। তার আগের দিন শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান দক্ষিণ ২৪ পরগনার নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি মহররম শেখ।

কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বা ব্যবসায়িক কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাগাতার তিন দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন নেতার এমন মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

Contact Us