আকস্মিক বন্যায় গৃহহীন ৫৮ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ এবং কর্ণাটকেই মৃত্যু হয়েছে ৩৫ জনের। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন, গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। ইতমধ্যে প্রায় ৫৮ হাজার মানুষকে ২৯৪টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

Islami Bank

গত সপ্তাহের শেষ থেকে টানা বৃষ্টিতে রাজ্যের সড়ক ও মহাড়কগুলো ডুবে যাওয়ায় কয়েকটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব গ্রামে জরুরি খাদ্য এবং পানি সরবরাহ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে নৌ এবং বিমান বাহিনী নিম্নাঞ্চল থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে। এছাড়া বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোতে খাবার এবং পানি পৌঁছে দিচ্ছে।

এছাড়া কর্ণাটক রাজ্যে বৃষ্টিতে দেড়শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “লোকজন মূলত তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি।”

one pherma

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এমন ভারি বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু উপকূলেও এর প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, এ মাসের শুরুতে তামিল নাড়ুতে ভারি বৃষ্টিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অনেক এলাকা সে সময় জলাবদ্ধ হয়ে পড়ে।

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

Contact Us