বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার দল। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

Islami Bank

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা গেছে, আটককৃত যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার মো. সোহেল (২৮)। বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা উপ-কমিশনার একেএম সুলতান মাহমুদ বলেন, যাত্রী সোহেলের ব্যাগ তল্লাশি করে ৪ কেজি সোনার বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার রয়েছে। এছাড়া বেশকিছু অলঙ্কার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬টি গলানো সোনার পাত, ৩টি গোল্ড পিণ্ডো, ৫টি হাতের বালা, ১টি নেকলেস রয়েছে।

one pherma

আটক যাত্রী মো. সোহেলকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। মামলার পর তাকে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ইবাংলা /টিআর /২৩ নভেম্বর ২০২১

Contact Us