শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এক শিক্ষার্থীকে টেনেহেঁচড়ে ঢাকা কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল।

Islami Bank

নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

one pherma

শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

ইবাংলা / নাঈম/ ২২ নভেম্বর ২০২১

Contact Us