রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ওসির নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে থানা ও প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, বালিয়াকান্দি থানার ওসির সরকারি ফোন নম্বর থেকে বালিয়াকান্দি উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ফোন দিয়ে নির্বাচনে জিতিয়ে দেবার কথা বলে মিষ্টি খাওয়ার জন্য টাকা চায় প্রতারক চক্র। পরবর্তীতে ঐ নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফরিদ হোসেন বাবু জানান, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। ২৮ নভেম্বর আমাদের নির্বাচন। সকাল ৮টার পর বালিয়াকান্দি থানার ওসির ফোন নম্বর থেকে ফোন আসে আমার ফোনে।
ফোন দিয়ে একজন বলে আমি ওসি সাহেব। আপনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনার জেতানোর দায়িত্ব আমাদের। আপনি একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেন। তখন অন্য একজন বলে আপনাকে নির্বাচনে জিতিয়ে দিব।
আমাদের মিষ্টি খাওয়ানোর জন্য টাকা পাঠান। তিনি আরো বলেন প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। ওসি সকাল ৮টায় ফোন দিয়ে এমন কথা বলতে পারে না। এছাড়া দুই দিন আগে ডিডিএলজি পরিচয় দিয়েও একজন প্রতারক রাত দুইটার সময় আমাকে ফোন দিয়ে ছিল।
বালিয়াকান্দি থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, সকাল থেকে বেশ কয়েক জন চেয়ারম্যান প্রার্থী আমাকে ফোন দিয়ে এই প্রতারক চক্র সম্পর্কে বলে। আমার কাছে মনে হয়েছে নির্বাচনকে সামনে রেখে বিতর্ক সৃষ্টি করার জন্য এমন কাজ করতে পারে কোন গোষ্ঠি। তবে সবাইকে বলবো, ওসির ফোন নম্বর থেকে ফোন গেলে কেটে দিয়ে কল ব্যাক করার জন্য।
ইবাংলা / টিআর /২৩ নভেম্বর ২০২১