ঢাবির ‘ঘ’ ইউনিটে ৯ শতাংশ পাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

Islami Bank

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. সাদেকা হালিম, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮১ হাজার ৬০ জন।

one pherma

তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। সে হিসাবে পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। গত শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে পাসের হার ছিল ১৩ দশমিক ২৬ শতাংশ। এর আগে, গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় সহ সাতটি বিভাগীয় শহরে এক যোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইবাংলা / নাঈম/ ২৪ নভেম্বর ২০২১

Contact Us