গুজবে কান না দেয়ার আহ্বান খালেদার পরিবারের

নিজস্ব প্রতিবিদক, ঢাকা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানান হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আর অবনতি হয়নি বলে জানিয়েছে তার পরিবার।

Islami Bank

বুধবার দুপুরে গণমাধ্যমের সাঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তার বোন সেলিমা ইসলাম। এ সময় দলের নেতাকর্মীদের প্রতি গুজবে কান না দেয়ার এ আহ্বান জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংক্রান্ত বিভিন্ন গুজব আমাদের কানেও এসেছে। তবে এগুলো সত্য নয়, আপনারা গুজবে কান দেবেন না। তার অবস্থার আর অবনতি না হলেও তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এখনও তার লিভার, কিডনি এবং হার্ট ভালোভাবে কাজ করছে না। এছাড়াও তার অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে।

one pherma

তিনি আরও বলেন, দেশে ভালোভাবে চিকিৎসা না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। হাসাপাতালের চিকিৎসকরাও খালেদা জিয়াকে বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন। তাকে বিদেশ পাঠানোর জন্য সরকারকে বারবার অনুরোধ জানানো হয়েছে। সরকার মানবিক আচরণ করলে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে।

এদিকে, ২৭ দিন পর বাসায় ফেরার কয়েক দিনের মধ্যেই গেল ১৩ নভেম্বর আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।

ইবাংলা/টিপি/২৪ নভেম্বর২০২১

Contact Us