জাটকা ধরা পড়ল পুকুরে!

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরের একটি পুকুরে কয়েকটি জাটকা ইলিশ মাছ ধরা পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে জাটকা ইলিশ ধরা পড়ে।

Islami Bank

স্থানীয় চর ফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, সকালে বেড় জাল দিয়ে কয়েকজন জেলে পুকুরে মাছ ধরার সময় দেশীয় প্রজাতির মাছের সঙ্গে ১০টি জাটকা ইলিশ জালে উঠে আসে। ইলিশগুলোর আকার ৬-৭ ইঞ্চি হবে।

one pherma

কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বাংলানিউজকে বলেন, পুকুরটি নদী সংলগ্ন এলাকায়। সম্প্রতি মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের নোনা পানিতে পুকুরটি তলিয়ে যায়। তখন মাছগুলো পুকুরে ঢুকে যেতে পারে।

ইবাংলা / নাঈম/ ২৪ নভেম্বর ২০২১

Contact Us