বোমার সঙ্গে চিঠি লিখে চাঁদা দাবি!

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণধীন ভবনে বোমাসদৃশ বস্তু রেখে চিঠির মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর বাজারে মো. আব্দুর রাজ্জাকের বাসায় এ ঘটনা ঘটে।

Islami Bank

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থকে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। রাজ্জাকের চাচাতো ভাই মাসুদ মন্ডল মিয়া বলেন, আমরা চাচাতো ভাই বোন মিলে ওই বাসাটি নির্মাণ করছি। চাচাতো ভাই আশুলিয়াতে টেক্সটাইল মিলে চাকরি করে। বোন ফাতেমা আক্তার ঝর্না প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার চাচি রেহেনা পারভীন পাশেই এক টিনশেড ঘরেই থাকেন।

তিনি জানান, সকালে চাচি ফজরের নামাজ শেষে দরজা খুলতেই দেখেন চিঠি পড়ে রয়েছে। চিঠিতে দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। সেখানে কারো ঠিকানা দেওয়া হয়নি। তবে চাঁদার এক লাখ টাকা রাত ১০টার আগে পার্শ্ববর্তী ব্রিজের পাশে চালতা গাছের নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিস্ফোরিত হবে।

one pherma

তিনি জানান, চিঠিতে আরও বলা হয়, টাকা পাওয়ার পর রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি নষ্ট করা হবে। টাকা পরিশোধের পর বোমটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার কথাও লেখা রয়েছে চিঠিতে। এমন চিঠি পাওয়ার তারপর থেকে আতঙ্কের মধ্যে সময় পার করছেন নির্মাণাধীন ভবনের মালিকরা। বিষয়টি পুলিশ অবগত করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁঞা বলেন, নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় বোমার মতো দেখতে বস্তুটি রাখা আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট ঘটনাস্থলে আসছেন। আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Contact Us