নীলাম্বরী হয়ে ঝড় তুললেন নোরা

বিনোদন ডেস্ক :

কখনও মিউজিক ভিডিও, কখনও আইটেম সং আবার কখনও রিমেক গান দিয়ে ঝড় তোলেন বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি। তার ‘বেলি ড্যান্স’-এ মাত ভক্তদের মন।  তবে এবার একটু অন্যভাবে ফিল্ম সিটিতে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন এ সময়ের সবচেয়ে আবেদময়ী এই অভিনেত্রী।

Islami Bank

মঙ্গলবার (২৩ নভেম্বর) পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন লাস্যময়ী নোরা। এদিন গাঢ় নীল ক্রপ টপের সঙ্গে গাঢ় নীল স্লিলকাট স্কার্ট পরা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে।

one pherma

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, খোলা চুল, মুখে হালকা মেকআপ, পোশাকের সঙ্গে মানানসই স্টিলেটো শু পরেছিলেন নায়িকা। নোরাকে নীল পোশাকে দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে নেটিজেনর।

পোশাকে নিজের টোনড ফিগার শো-অফ করছেন নোরা। নেটিজেনের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এক ভক্ত বলেন, ‘নীলাম্বরী’ লাগছে নোরাকে।

ইবাংলা/এএমখান/২৪ নভেম্বর, ২০২১

Contact Us