নৌকা ডুবে ৩১ অভিবাসন প্রত্যাশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৩৪ জন অভিবাসীকে কে নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ৩১ অভিবাসীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের একটি চ্যানেল পার হওয়ার সময় নৌকাটি তলিয়ে গেছে বলে জানিয়েছে ফরাসি সরকার।

Islami Bank

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনর বরাত দিয়ে বিবিসি জানায়, নৌকাটিতে ৩৪ জন ছিল এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনি আরো জানান, দুজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত দুজন এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স নৌকাডুবির এ ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন। মারা যাওয়া শরণার্থীরা অবৈধ মানব পাচারকারীদের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় একটি জরুরী বৈঠক তলব করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।   ডুবে যাওয়া শরণার্থীদের উদ্ধারে আকাশ ও সমুদ্রপথে অভিযান চালাচ্ছে ফ্রান্স ও ব্রিটিশ কর্তৃপক্ষ ।

আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংগঠনের (আইওএম) একজন কর্মকর্তা বলেছেন, ২০১৪ সালের পর কালাইয়ের কাছের চ্যানেলে নৌকাডুবিতে এবারই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটল। বুধবার ফরাসি উপকূলে কয়েকজন মানুষকে ভাসতে দেখার পর একটি মাছ ধরা নৌকা বিপদসংকেত বাজায়।

one pherma

বুধবার অনেক মানুষ ছোট ছোট নৌকায় করে ব্রিটেনে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। ডোভারের অভিবাসন কর্মকর্তাদেরকে কিছু মানুষকে উপকূলে নিয়েও আসতে দেখা গেছে।

বিবিসি’র নিউজনাইট পলিসি এডিটর লিউইস গুডাল বলেন, বুধবার প্রায় ২৫ টি নৌকা ক্রসিং পাড়ি দেওয়ার চেষ্টা করেছে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, ওই চ্যানেল ‘সমাধিক্ষেত্র’ হয়ে ওঠার ঝুঁকি আছে বলে সতর্ক করেছে একটি ত্রাণ সংস্থা।

ইবাংলা / টিপি/ ২৫ নভেম্বর ২০২১

Contact Us