করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ৬৬ মৃত্যু

বিশেষ প্রতিবেদক, ঢাকা:

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীসহ আরও ১৭ জেলায় ৬৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৪ জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৩ জন, এবং নাটোরের একজন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

Islami Bank

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এরমধ্যে শুধু রাজশাহীর ৪৪ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪২৩ জন। এরমধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৯.৭৫ শতাংশ। নওগাঁয় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ছিলো ৩৮.১৩ শতাংশ।

one pherma

এদিকে, খুলনায় তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া সাতক্ষীরা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে, গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ৭ জন এবং যশোরে ৫ জনের মৃত্যু হয়েছে। আর রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ৯ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এছাড়া সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিন জন এবং ফরিদপুর মেডিক্যালের করোনা ইউনিটে দু’জন, ঝিনাইদহ সদর হাসপাতালে দু’জন, বাগেরহাটে একজন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

ই আই/ করোনা/ ২৫ জুন, ২০২১

Contact Us