ভাসানচরে আরও ৩৭৯ রোহিঙ্গা

জেলা প্রতিনিধ, চট্টগ্রাম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গা শরণার্থীকে আট মাস পর পাঠানো হয়েছে ভাসানচরে। এদের মধ্যে ১৩২ জন পুরুষ, ৯৮ জন মহিলা ও ১৪৯ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

Islami Bank

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেন, ভাসানচর নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছিল। জাতিসংঘ, ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা যাওয়ার পর রোহিঙ্গাদের মধ্যেও আস্থা ফিরেছে। এখন ভাসানচরে যেতে অনেকে আগ্রহী। প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে রাখার ব্যবস্থা আছে বলে জানান তিনি।

one pherma

এর আগে বুধবার উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আনা হয়। গত বছরের ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে প্রথমবার ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

ইবাংলা / নাঈম/ ২৫ নভেম্বর, ২০২১

Contact Us