পাকিস্তানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্টেডিয়ামে সরকারের অনুমতি ব্যতীত পতাকা উড়ানোর কারণে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।

Islami Bank

এর আগে একই আদালতে এ আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে বিকেলে আদেশের জন্য রাখেন।বাদীপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুল হক। মামলার আবেদনের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে সরকারের অনুমতি ব্যতীত পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

one pherma

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য পাকিস্তান ক্রিকেট দলের শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে এ দাবি জানানো হয়। পতাকা ওড়ানোর ঘটনায় নীরব ভূমিকার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অপসারণেরও দাবি তুলেছে সংগঠনটি।

ইবাংলা / নাঈম/ ২৫ নভেম্বর, ২০২১

Contact Us