ফের ময়লার গাড়ির ধাক্কায় ঝরল আরেক প্রাণ

নিজস্ব প্রতিবেদক,

গতকাল গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কটতেই এবার রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের আরেক ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

Islami Bank

আরও পড়ুন: শ্লোগানে উত্তাল গুলিস্তান, মতিঝিলে অবস্থান শিক্ষার্থীদের

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। কলাবাগান থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

one pherma

আরও পড়ুন: চালক ছিলেন সহকারী, রাতেই গ্রেফতার

এর আগে গতকাল বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে গাড়িচালককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইবাংলা / টিপি/ ২৫ নভেম্বর ২০২১

Contact Us