গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যে প্যানেল মেয়র গঠন করা হয়।
তিনি বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অনেকে বেশ কিছু অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়মানুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান আছে।
এর আগে আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য করায় তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ইবাংলা / নাঈম/ ২৫ নভেম্বর, ২০২১