ডিসেম্বরের শুরুতেই জেকে বসবে শীত

ইবাংলা ডেস্ক

নভেম্বর প্রায় শেষ হতে চললো কিন্তু শীতের আমেজ এখনও নেই তেমন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে মাস শেষে সাগরে একটি লঘুচাপ হতে পারে আর তারপরই জেকে বসবে শীত।

Islami Bank

এরই মধ্যে রংপুর, রাজশাহী, সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে গত দুয়েক দিন ধরে রাতের তাপমাত্রা কমছে। কিন্তু দিনের আবহাওয়া অন্যান্য দিনের মতই অপরিবর্তনীয় । আরও দুদিন এমন ধারা অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, “দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে ২৯ বা ৩০ নভেম্বরে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপও হতে পারে। এর প্রভাব কেটে যাওয়ার পর ডিসেম্বরের প্রথমার্ধে জেঁকে বসতে পারে শীত।”

এদিন শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস।

one pherma

তিনি আরও বলেন, “রাতে শীতের অনুভূতি বাড়ছে। রংপুর, রাজশাহীতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আরও দুদিন এ প্রবণতা থাকবে। আগামী সোম বা মঙ্গলবারের দিকে লঘুচাপ সৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।”

ডিসেম্বরের মাঝামাঝি শীতের প্রকোপ বাড়লে সর্বনিম্ন তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যেতে পারে। বছরের শেষ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইবাংলা/টিপি/২৬ নভেম্বর২০২১

Contact Us