নৌকার বিপক্ষে প্রচারণায় এমপির পুত্রবধূ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় নৌকার পক্ষে ব্যাতিক্রমী প্রচারণায় নামলেন মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপির পুত্রবধূ ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর সহধর্মিনী রুহানি আমরিন টুম্পা।

Islami Bank

গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি উপজেলার গৌরীপুর, বিটেশ্বর, জিংলাতলী ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে অর্ধশতাধিক নারীদের নিয়ে ঘুরে বেড়ান তিনি।

এসময় ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

one pherma

তিনি রুহানি আমরিন টুম্পা আরটিভি নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

ইবাংলা /টিআর /২৬ নভেম্বর ২০২১

Contact Us