বুয়েটের মেধা তালিকায়ও প্রথম সিয়াম

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম স্থান অর্জনকারী মেফতাউল আলম সিয়াম এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছেন।

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর) বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ( ugadmission.buet.ac.bd) স্নাতক ভর্তির ফল প্রকার করা হয় । বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সিয়াম। তার রোল নম্বর ৫০৬১৫।

one pherma

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাউল আলম সিয়াম এর আগে তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন। এ ছাড়া চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সে।

ইবাংলা/টিপি/২৬ নভেম্বর২০২১

Contact Us