চার কোটি টাকার ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় র‌্যাব এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে র‌্যাব ৭ অভিযান চালিয়ে আনোয়ারা থানার রায়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মান্নান (৪৫) আনোয়ারা থানার গহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।

Islami Bank

র‍্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন তথ্যে জানতে পারি রায়পুর এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে মান্নানকে আটক করা হয়। পরে মান্নানের দেওয়া তথ্য মতে তার বসত ঘরের খাটের নিচে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

one pherma

তিনি বলেন, মান্নান দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে সাগর পথ ব্যবহার করে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিলেন।

ইবাংলা/টিপি/২৭ নভেম্বর২০২১

Contact Us