৩১ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার

জেলা প্রতিনিধি, খুলনা

নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় খুলনার ডুমুরিয়ার শরাফপুরে ৩১ নেতা-কর্মীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শরাফপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রেজাউল করিম গোলদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

Islami Bank

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএআইএম উবাঈদ উল্লাহর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী শেখ রবিউল ইসলামের চশমা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ থেকে ৩১ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

one pherma

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবদ্বীপ কুমার দাশ, জিয়াউল হক মিঠু, আ. হাকিম বাদল, আলমগীর হোসেন মোড়ল, নুরুজ্জামান মিলন, মঞ্জু মোল্যা, অমৃত সাগর দাস, শ্যামল কান্তি দাশ, কিনু রাম দাশ, সঞ্জয় গোলদার, রাম সরদার, সেলিম তরফদার, মিন্টু সরদার, হাফিজুর মোল্যা, পুলিশ কৃষ্ণ রাহা, রমেশ কুন্ডু, রোকেয়া খাতুন, মোজাফ্ফর হোসেন শেখ, মিন্টু ফকির, নিখিল চন্দ্র মন্ডল, অমিনুর মোল্যা, হাবিবুল্লাহ বাবলু, মেহেদী হাসান লেলিন, মনিরুজ্জামান বাবু, ইমরান হোসেন, নাহিম বিশ্বাস, প্রভাত মন্ডল, লাকী সুলতানা, শেখ কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক গাজী ও রানা শেখ।

ইবাংলা/টিপি/২৭ নভেম্বর২০২১

Contact Us